মহাস্থান খেলাধুলা:
মাত্র তিনদিন আগেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। পরের ম্যাচকে সামনে রেখে বুধবার ট্রেনিং সেশন ছিল। সেই ট্রেনিং সেশনের মাঝেই পরপারে চলে গেলেন ব্রাজিলিয়ান ক্লাব বাহিয়া ডি ফেইরা এর স্ট্রাইকার ডিওন।
ব্রাজিলের সালভাদর শহরের ১০০ কিলোমিটার দূরের শহর ফেইরা ডি সান্টানা। সেই শহরেরই স্থানীয় এক ক্লাব বাহিয়া। স্থানীয় পর্যায়ে বেশ জনপ্রিয় ক্লাবটি। আর ক্লাবের মূল স্ট্রাইকার হোসে আলডিয়ান অলিভিয়েরা নেতো। ভক্তদের কাছে অবশ্য ডিওন নামেই বেশি পরিচিত ছিলেন তিনি।
বুধবার ক্লাবের নিয়মিত ট্রেনিং ছিল তাদের হোমভেন্যু ‘অ্যারেনা কাজুয়েরো’তে। সেখানেই আচমকা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃতুবরণ করেন ৩৬ বছর বয়েসী স্ট্রাইকার ডিওন। ক্লাবের মেডিকেল স্টাফরা সঙ্গে থাকলেও বাঁচানো যায়নি তাকে।
ছোট শহরের বড় তারকা হিসেবেই বেশি পরিচিত ডিওন। বাহিয়া শহরের বিভিন্ন ক্লাবে পার করেছেন পুরো ক্যারিয়ার। ফ্লুমিনেন্সে ডি ফেইরা, জুয়াজিরেন্স, অ্যাতলেতিকো ডি আলাগুইনাস এবং জ্যাকোবিনা ক্লাবে পার করেছেন ক্যারিয়ার।
২০২৩ সালে ২৩ ম্যাচ খেলে ৫ গোল আর এক অ্যাসিস্ট করেছেন ডিওন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাহিয়া ফুটবল ফেডারেশন, তার সাবেক এবং বর্তমান ক্লাবগুলো। একইসঙ্গে শোক প্রকাশ করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)।