রির্পোট: শ্রী পবিত্র কুমার দাস
বগুড়ায় পুলিশের মোটরযান অভিযান, ৪৯টি মামলায় ২ লাখ ৮০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে জেলা ট্রাফিক পুলিশ।
গতকাল বুধবার (২৬ জুলাই) শহরের সাতমাথা সহ বিভিন্ন এলাকায় দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
মামলা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন সদর ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহবুবুল ইসলাম খাঁন। তিনি বলেন বগুড়া শহরের বিভিন্ন এলাকায় জেলা ট্রাফিকের চেকপোস্টে মোটরযান অভিযানে ১০টি মোটরসাইকেল ৫টি ইজিবাইক আটক করা হয়েছে। এছাড়াও এ অভিযানে ৪৯টি মামলায় মোট ২লাখ ৮০ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ) হেলেনা আক্তার।
তিনি বলেন জেলা পুলিশের এই অভিযান মূলত মানুষকে সর্তক করা। একজন মোটরসাইকেল চালক যেন হেলমেট বিহীন মোটরসাইকেল না চালায়, মোটরসাইকেলে দুইজনের বেশি না নেয় এবং লাইসেন্স বিহীন যেন চলাচল না করে তার জন্যই জেলা পুলিশের এই অভিযান।
তিনি আরও বলেন সড়ক দূর্ঘটনার মূল কারণ হলো ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট বিহীন গাড়ি চালানো। তাই এদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স হিসেবে কাজ করছি। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।