মহাস্থান খেলা:
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি হবে ভারত-পাকিস্তানের। বিশ্বকাপের সূচি অনুযায়ী ম্যাচটি ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যেটার জন্য কোটি কোটি ক্রিকেট ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কিন্তু এই ম্যাচের দিন-তারিখ বদলে ফেলার চিন্তাভাবনা করছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। পরবর্তীতে ঠিক কোন তারিখে ম্যাচটি আয়োজন করা যায় সেটা নির্ধারণ করতে আগামীকাল বৃহস্পতিবার এক জরুরি সভা ডেকেছে বিসিসিআই।
কেন বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে দিন-তারিখ?
জানা গেছে, নিরাপত্তা বিভাগ থেকেই বিসিসিআইকে এই ম্যাচের দিন-তারিখ বদলে ফেরার অনুরোধ করা হয়েছে। কারণ, ১৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে নবরাত্রি উৎসব। গুজরাট তথা আহমেদাবাদে খুবই ধুমধামের সাথে এই উৎসবটি পালন করা হয়। এমন উৎসবের সময়ে ভারত-পাকিস্তানের ম্যাচটি আয়োজন করা হলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। সে কারণেই নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করতে বিসিসিআইয়ের কাছে জানানো হয়েছে।
বিসিসিআইও বিষয়টি আমলে নিয়ে জরুরিভিত্তিতে মিটিং ডেকেছে।
এ বিষয়ে বিসিসিআই’র একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আমরা আসলে সব ধরনের সম্ভাব্যতা যাচাই-বাছাই করে দেখছি কি করা যায়। শিগগিরই এ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হবে। নবরাত্রি উৎসবের কারণে ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচটি ওইদিন আয়োজন করা ঠিক হবে না আসলে।’
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবাই খুবই উচ্ছ্বসিত। এই ম্যাচের টিকিট ছাড়ার ১ ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। এতেই বোঝা যায় ক্রিকেট ভক্তরা ঠিক কি পরিমাণ পাগল এই ম্যাচটি দেখার জন্য।