মহাস্থান নিউজ:
অনেক নাটকীয়তা নিয়ে হাইব্রিড মডেলে ঠিক হয়েছিল এশিয়া কাপের আয়োজক দেশ। এরপর শুরু হয় সূচির অপেক্ষা। অবশেষ তা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাংলাদেশ গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে।
বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় সূচি প্রকাশ করে এসিসি। গ্রুপ বি থেকে বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যান্ডিতে ম্যাচটি হবে ৩১ আগস্ট। আর দ্বিতীয় ম্যাচ খেলতে উড়াল দিতে হবে পাকিস্তানে। লাহোরে ৩ সেপ্টেম্বর সেই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোরে গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা বি-১ ও বাংলাদেশ বি-২ হিসেবে বিবেচিত হবে। আর যে দল বাদ পড়বে তার জায়গা নিবে আফগানিস্তান।
সুপার ফোরে উঠলে বাংলাদেশ তিন ম্যাচ খেলবে দুই দেশ মিলিয়ে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশের প্রথম ও শেষ ম্যাচ হবে কলম্বোতে, আর দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ সেপ্টম্বর, কলম্বোতে।
৩০ আগস্ট মুলতানে এ গ্রুপ থেকে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এ গ্রুপের অন্য দল ভারত খেলতে নামবে ৩ সেপ্টেম্বর। এ দিন ক্যান্ডিতে তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পাকিস্তান গ্রুপে যে অবস্থানেই থাকুক সুপার ফোরে এ-১ হিসেবে বিবেচিত হবে, আর ভারত এ-২। পাকিস্তান-ভারতের মধ্যে কেউ সুপার ফোর নিশ্চিত না করলে তার জায়গা নেবে নেপাল।
এক নজরে এশিয়া কাপের সূচি
৩০ আগস্ট– পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট– বাংলাদেশ-শ্রীলঙ্কা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর– ভারত-পাকিস্তান, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর– বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর- ভারত- নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর- আফগানিস্তান- শ্রীলঙ্কা, লাহোর
সুপার ৪- এর সূচি—–
৬ সেপ্টেম্বর- এ-১ বনাম বি-২, লাহোর
৯ সেপ্টেম্বর- বি-১ বনাম বি-২, কলম্বো
১০ সেপ্টেম্বর- এ-১ বনাম এ-২, কলম্বো
১২ সেপ্টেম্বর- এ-২ বনাম বি-১, কলম্বো
১৪ সেপ্টেম্বর- এ-১ বনাম বি-১, কলম্বো
১৫ সেপ্টেম্বর- এ-২ বনাম বি-২, কলম্বো
ফাইনাল- ১৭ সেপ্টেম্বর, কলম্বো।