মহাস্থান নিউজ:
আফগানিস্তান: ১৫০/০ ( ২২ ওভার)
গুরবাজের ফিফটি, আফগানিস্তানের সেঞ্চুরি
আগের বলে মিডউইকেটে হাঁকান চার। এবার সাকিবের শর্ট বলে পেয়ে গুরবাজ উড়িয়ে মেরে পাঠিয়ে দিলেন বাউন্ডারিয়ের বাইরে। দৃষ্টিনন্দন ছয়। গুরবাজ সঙ্গে পেয়ে যান ৪৮ বলে তৃতীয় ওয়ানডে ফিফটি। ৬টি চার ও ৩টি ছয়ের মারে সাজানো ছিল গুরবাজের ফিফটির ইনিংসটি। একপ্রান্তে গুরবাজ হাত খুলে খেললেও অপর প্রান্তে ইবরাহীম তাকে দিয়ে যাচ্ছেন দারুণ সঙ্গ। ফিফটির পর হাসান মাহমুদকে পুলে চার হাঁকিয়ে দলীয় শতরানপূর্ণ করে আফগানিস্তান। মাত্র ১৪.২ ওভারে তিন অঙ্কের ঘর পার হয় সফরকারীরা।
বল হাতে শুরুতে এলোমেলো বাংলাদেশ
প্রথম ওভারের চতুর্থ বলে মোস্তাফিজকে এক্সট্রা কাভারে দারুণ চারে রানের খাতা খোলেন গুরবাজ। পরের ওভারের দ্বিতীয় বলে নো-বল দেন হাসান। তৃতীয় ওভারে এসে এবার মোস্তাফিজ দেন নো-বল। মোস্তাফিজ আরও একটি নো-বল করেন। ইবাদতের বোলিং হচ্ছে খাপছাড়া। রান দিচ্ছেন হাত খুলে। এমন এলোমেলো বোলিংয়ের মাঝে বাংলাদেশ ক্যাচ হাতছাড়া করে। নবম ওভারের প্রথম বলে জাদরান লং অফে উড়িয়ে মেরেছিলেন। সেখানে থাকা ফিকডার তাওহীদ হৃদয় দৌড়ে এসেও বল তালুবন্দি করতে পারেননি। জাদরান ১৪ রানে জীবন পান। প্রথম পাওয়ার প্লেতে গুরবাজ-জাদরান যোগ করেন ৬৭ রান। দুর্দান্ত খেলছেন গুরবাজ, সুযোগ পেলেই বল পাঠাচ্ছেন বাউন্ডারির বাইরে। ৫১ বলে দুজনের ফিফটির জুটি পূর্ণ হয় উইকেটের অপেক্ষায় বাংলাদেশ।
আফগানিস্তানের ভালো শুরু, উইকেটের খোঁজে বাংলাদেশ
টস হেরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পেয়েছে আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান বেশ ভালোভাবেই থিতু হয়েছেন। বল যাচাই করে এরই মধ্যে দুই ব্যাটসম্যান পেয়েছেন একাধিক বাউন্ডারি। কোনো তাড়াহুড়ো না করে দুজন এগিয়ে নিচ্ছেন দলকে। ৬ ওভার পেরিয়ে গেলেও বাংলাদেশ পায়নি কাঙ্খিত সাফল্য। উইকেটের খোঁজে আছেন স্বাগতিকরা।
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈম শেখ-ইবাদত
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (৮ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক লিটন দাস। ব্যাটিং করছে আফগানিস্তান।
দুই বছর পর ওয়ানডেতে নাঈম
বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ সবশেষ ওয়ানডে খেলেছেন দুই বছর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালে। ঢাকা লিগে সর্বোচ্চ রান করে জায়গা করে নিয়েছেন আফগান সিরিজের দলে। ৭১.৬৯ গড়ে ১ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে সর্বোচ্চ ৯৩২ রান করেছিলেন নাঈম। তামিম না থাকায় এবার সুযোগ পেলেন একাদশে।
একাদশে দুই পরিবর্তন
বাংলাদেশ নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। তামিম ইকবালের পরিবর্তে একদাশে মোহাম্মদ নাঈম শেখ আর পেসার তাসকিন আহমেদের জায়গায় খেলবেন ইবাদত হোসেন।
একাদশে যারা লিটন দাস (অধিনায়ক(, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
অপরিবর্তিত আফগানিস্তান একাদশ
রহমতউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিবউর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।
নজর সিরিজে
প্রথম ওয়ানডেতে হেরে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজে পিছিয়ে গেছে, এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই স্বাগতিক শিবিরের সামনে। অধিনায়ক লিটনের কণ্ঠে সিরিজে ফেরার আকুতি, ‘আমরা কিন্তু এখনো একটা ম্যাচ পিছিয়ে আছি। আফগানিস্তান আমাদের চেয়ে একটা ম্যাচ এগিয়ে। আমাদের কাছে সবচেয়ে যে বিষয়টি হলো সিরিজটা কিভাবে জিততে পারি। সিরিজ জেতার থেকেও বড় জিনিস, ম্যাচটা কিভাবে ভালো খেলতে পারি। আমার মনে হয়, আমাদের টিমমেটরা সবাই একটা জিনিসের উপর ফোকাস করছে।’
প্রভাব পড়বে না দলের পরিবেশে
তামিম হুট করে অবসরের ঘোষণায় দলের পরিবেশে কোনো প্রভাব পড়বে না। আগের মতোই থাকবে। বলছেন ‘উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। সামহাউ যদি ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়া খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু’-দলে কোনো প্রভাব পরবে কি না এমন প্রশ্নে এভাবে উত্তর দিয়েছেন লিটন।
ছাড় দেবে না আফগানিস্তান
অন্যদিকে সিরিজে আফগানিস্তান রয়েছে ফুরফুরে মেজাজে। গতকাল তারা পুরোদমে অনুশীলন চালিয়ে যায়। তাদের নজর এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চতের দিকে, অধিনায়ক হাশমতুল্লাহ শাহীদি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে তাদের মাটিতে খেলা সহজ নয়। কিন্তু আমরা প্রথম ম্যাচ জেতায় দলের আত্মবিশ্বাস এখন খুবই ভালো। ড্রেসিংরুমে সবাই সিরিজের পরের ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছে। আমরা যেন এখান থেকে সিরিজটা জিততে পারি, সে চেষ্টা করব।’
তামিম নাটকীয়তার সমাপ্তি
সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে শতভাগ ফিট না এমন মন্তব্যের তামিমকে নিয়ে জলঘোলা শুরু। প্রথম ওয়ান্ডেতে বাংলাদেশ হেরে যায় ১৭ রানে। তামিম এদিন ১৩ রান করেন। রাতে ম্যাচ শেষে পরদিন দুপুরে ডাক দেন সংবাদ সম্মেলনের। ঘোষণা দেন অবসরের। আচমকা এমন অবসরে হতভম্ব হন সকলে। দেশের ক্রিকেটে দেখা যায় শঙ্কার কালো মেঘ। রাতে বিসিবি জরুরি মিটিং ডেকে তামিমের সিদ্ধান্ত বদলানোর অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় বোর্ড। গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাসভবনে তামিমকে ডেকে সিদ্ধান্ত বদলানোর নির্দেশ দেন। তামিম সায় দেন। তবে সহসাই ফিরেছেন না ক্রিকেটে, দেড় মাস বিশ্রাম নিয়ে তামিম নিজে সিদ্ধান্ত নেবেন অধিনায়ক হিসেবে নাকি ক্রিকেটার হিসেবে ফিরবেন।