মহাস্থান নিউজ:
ম্যাচটা যে বাংলাদেশের কাছে ‘ফাইনাল’-এর মর্যাদা পাচ্ছে, সেটা না বললেও হতো। বাংলাদেশ দলের কোচ-অধিনায়ক ও অন্য খেলোয়াড়েরা ঘটা করেই জানিয়েছেন, মালদ্বীপের বিপক্ষে ম্যাচটা তাদের কাছে ফাইনালের মর্যাদাই পাচ্ছে।
না পাওয়ার কারণও নেই। হেরে গেলে বাংলাদেশের বাড়ি ফেরা নিশ্চিত, জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালের আশা– এমন সমীকরণ নিয়েই আজ বেঙ্গালুরুর শ্রী কান্তাভিরা স্টেডিয়ামে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছে বাংলাদেশ। এবং বাংলাদেশ ‘ফাইনাল’টা জিতেও গেছে!
১৭ মিনিটে পিছিয়ে পড়লেও ম্যাচজুড়ে দারুণ পাসিং ফুটবল উপহার দেয়া বাংলাদেশ রাকিব ও তারিক কাজীর পর শেষ মুহূর্তে মোরসালিনের গোলে জিতেছে ৩-১ ব্যবধানে। এ জয়ে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জিতলেই বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও বেড়ে গেল।