মহাস্থান নিউজ:
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ গোল খেয়েছিল পাকিস্তান। ঘুরে দাঁড়ানোর জন্য দ্বিতীয় ম্যাচে তাদের জয় প্রয়োজন ছিল কুয়েতের বিপক্ষে। কিন্তু ঘুরে দাঁড়ানোর বদলে পাকিস্তানের বিদায় বলতে গেলে নিশ্চিত হয়ে গেলো। কুয়েতের কাছেও তারা হজম করেছে ৪ গোল।
শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পাকিস্তানের জালে ৪ গোল দিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অতিথি হিসেবে খেলতে আসা কুয়েত।
নেপালকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা কুয়েত পাকিস্তানের জালে বল পাঠায় ১০ মিনিটে। নাইফ হামাদের গোলে লিড নেয় কুয়েত। ১৭ ও ইনজুরি সময়ে গোল করে ব্যবধান ৩-০ করে কুয়েত। জোড়া গোল করেন মোবারক। ৬৯ মিনিটে আল রাশেদীর গোল কুয়েতকে এনে দেয় ৪-০ ব্যবধানের জয়।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কুয়েত। বাকি ম্যাচগুলোর ওপর নির্ভর করছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নাকি রানার্সআপ সেমিতে খেলবে মধ্যপ্রাচ্যের দেশটি।