মহাস্থান নিউজ:
নানা সময়ে, নানা প্রয়োজনে ফেডারেশন, খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে বিত্তশালী সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । সেই ধারাবাহিকতায় এবার সার্ফিং অ্যাসোসিয়েশনের সহায়তায় এগিয়ে এসেছে বিসিবি।
সার্ফিংয়ে একদমই নতুন বাংলাদেশ। অ্যাসোসিয়েশনের বয়সও খুব বেশি নয়। সম্ভাবনাময় এই খেলাটার প্রতি আগ্রহ আছে অনেক সার্ফারের এবং যাদের ভবিষ্যতও ভালো। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকেও এক একর জায়গা চেয়ে পেয়েছে অ্যাসোসিয়েশনটি।
আগামী ৬ থেকে ১৮ জুলাই মালদ্বীপে হবে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশও। এজন্য সার্ফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাহায্যের আবেদন করা হয়েছিল বিসিবির কাছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ইচ্ছাতে সার্ফিং অ্যাসোসিয়েশনকে পাঁচ লাখ টাকা দিয়েছে বিসিবি।
শনিবার বিসিবি কার্যালয়ে সেই অর্থ হস্তান্তর করা হয়েছে। বিসিবিকে ধন্যবাদ দিয়ে সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন আমাদের ফেডারেশন একেবারে নতুন। ফেডারেশন নতুন হলেও সবকিছু অনেক ব্যয়বহুল, প্রচুর অর্থ ব্যয় করতে হয়, সার্ফিং বোর্ডের দাম বেশি। তবে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের মাঠ লাগে না। মাননীয় প্রধানমন্ত্রী এক একর জায়গা দিয়েছে, ওখানে একটা ইন্সিটিটিউট করবো। ’
‘সার্ফিং দিয়ে পর্যটন শিল্পকে সম্প্রসারন করতে পারি আমরা। এখানে ভালো টুর্নামেন্ট করলে সর্ববৃহৎ সমুদ্র সৈকত সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী জিনিসটা অনুধাবন করতে পারছে। এর আগেও ক্রিকেট বোর্ড আমাদের পঞ্চম সার্ফিং প্রতিযোগিতায় স্পন্সরর হয়েছিল। আমি মনে করি ক্রিকেট বোর্ড আমাদের ছোট ফেডারেশনগুলোর জন্য অক্সিজেনের মতো হয়ে যাচ্ছে। তারা যেভাবে সহযোগিতা করছে, হয়তো আমাদের বেশিদিন পেছন ফিরে তাকাতে হবে না।’ – যোগ করেন তিনি।
বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সার্ফিং অ্যাসোসিয়েশন নতুন একটা ফেডারেশন। এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তাদের একটা সাহায্যের দরকার ছিল, তারা বিসিবির কাছে আবেদন করেছিলেন। আমরা এই সাহায্যে অংশ নিতে চাচ্ছিলাম। আমাদের বোর্ড প্রেসিডেন্ট তাদের সঙ্গে একাত্ম হয়ে যেন অংশ নিতে পারে, সে জন্য সহযোগিতা করেছি।’