মহাস্থান নিউজ: মাইকেল লিস্কের লড়াকু ইনিংসে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড ১ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। শেষ বলে ২ রানের প্রয়োজনে বাউন্ডারি মেরে স্কটিশদের দারুন এক জয় উপহার দেন ৯১ রান করা লিস্ক। বৃথা যায় আইরিশদের কার্টিস ক্যাম্ফারের ১২০ রানের ইনিংসটি। বুধবার (২১ জুন) ‘বি’ গ্রুপে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে স্কটল্যান্ড। ব্যাট হাতে নেমে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। ৭০ রানে পঞ্চম উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন ক্যাম্ফার ও জর্জ ডকরেল।
ডকরেল ৬৯ রানে আউট হলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ক্যাম্ফার। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আউট হবার আগে ১০৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১২০ রান করেন তিনি। এতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
এদিকে, স্কটল্যান্ডের পেসার ব্রান্ডন ম্যাকমুলেন ৩৪ রানে ৫ উইকেট নেন। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন ম্যাকমুলেন।
২৮৭ রানের টার্গেটে ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডের ৫৬ রান ছাড়া টপ ও মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় এক পর্যায় ৯২ রানে ৪ উইকেট এবং ১৫২ রানে সপ্তম উইকেট হারায় স্কটল্যান্ড। এতে লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়ে স্কটিশরা।
তবে অষ্টম উইকেটে মার্ক ওয়াটকে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন লিস্ক। জুটিতে ৪৩ বলে ৪৭ রান করেন ওয়াট। নবম উইকেটে শাফইয়ান শরিফকে নিয়ে ২৭ বলে ঝড়ো ৫০ রান তুলে স্কটল্যান্ডকে জয়ের পথেই রাখেন লিস্ক। জয়ের জন্য শেষ ওভারে ৮ রান দরকার পড়ে স্কটল্যান্ডের। প্রথম পাঁচ বলে শরিফকে হারিয়ে ৬ রান পায় স্কটল্যান্ড। শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন লিস্ক। ৯ চার ও ৪ ছক্কায় ৬১ বলে অপরাজিত ৯১ রান করে ম্যাচ সেরা হন লিস্ক।