মহাস্থান নিউজ:
ঈদের পরই সাদা বলের ক্রিকেটে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ (২১ জুন) থেকে তাদের ক্যাম্প শুরু হয়েছে। তবে এই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান। তারকা এই অলরাউন্ডার বিসিবি থেকে ছুটি নিয়েছেন বলে জানা গেছে। অবশ্য এই মুহূর্তে দেশেও নেই সাকিব, গতকাল (২০ জুন) সকালে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
তবে ঈদের আগেই দেশে ফেরার কথা রয়েছে তার। ঈদুল ফিতরের পর এবারের ঈদও তিনি পরিবারের সঙ্গে উদযাপন করবেন। এরপর আগামী ১ জুলাই চট্টগ্রামে ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
এর আগে আজ সকালে সাকিব অফিসিয়াল ফেসবুক পোস্টে নিজের সবশেষ অবস্থান জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন ‘টরেন্টো’। তবে ঠিক কবে নাগাদ সাকিব দেশে ফিরছেন সেটা এখনও জানা যায়নি। এর আগে টাইগারদের টেস্ট ম্যাচ চলাকালে আঙুলের চোট সেরে বল-ব্যাট হাতেও অনুশীলন করতে দেখা যায় সাকিবকে। এর পরই তিনি উড়াল দিয়েছেন কানাডায়।
এদিকে ঈদের আগে সবমিলিয়ে ৩ দিন অনুশীলন ক্যাম্প করবে তামিম ইকবালের দল। আজ দুপুর দুইটা থেকে শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত এই ক্যাম্প চলবে। সাকিব ছাড়াও চোট থেকে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। ব্যাকপেইনের কারণে সর্বশেষ টেস্ট থেকে এই ওপেনার ছিটকে যান। তাদের অনুপস্থিতিতে টাইগাররা টেস্ট ইতিহাসে রেকর্ডগড়া ৫৪৬ রানে জয় পায়।