মহাস্থান নিউজ: মৌখিক ঘোষণার মাধ্যমে লিওনেল মেসি পুরো দুনিয়াকে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকালের দল ইন্টার মায়ামিতে যাওয়ার কথা। ইংল্যান্ডের ডেভিড বেকহামের ক্লাবটির সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি। আগামী ৩০ জুনের আগে তা হবেও না। কারণ, ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ। এরপরই হয়তো আনুষ্ঠানিক চুক্তি হবে, জানা যাবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে মেসির বেতন-ভাতা পাবেন কত। কিন্তু গণমাধ্যমের ততদিন অপেক্ষা করতে বয়েই গেছে। ক্লাব ইন্টার মায়ামি বা মেসি, কোনো পক্ষ কিছু না জানালেও গণমাধ্যমগুলো চুক্তির টাকার অঙ্ক জানতে গোপন অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সেই গোপন অনুসন্ধান চালিয়েই যুক্তরাষ্ট্রের ক্রীড়া বিষয়ক ডিজিটাল গণমাধ্যম ‘স্পোর্টিকো’ বের করে এনেছে নতুন কিছু তথ্য। স্পোর্টিকো তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তিটা হতে যাচ্ছে আড়াই বছরের। আরো এক বছরের জন্য চুক্তির মেয়াদ বৃদ্ধির অপশনও রাখা হবে। দুই পক্ষের সমঝোতায় যা কার্যকর হতে পারে। অনুসন্ধান চালিয়ে স্পোর্টিকো বের করে এনেছে মেসির বার্ষিক পারিশ্রমিকের বিষয়টিও। তাদের দাবি, ইন্টার মায়ামিতে মূল চুক্তির আড়াই বছরে মেসি বেতন ও সাইনিং মানি হিসেবে মোট পাবেন ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১ হাজার ৬২৩ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকা। এই টাকা তিনি পাবেন শুধু ক্লাব ইন্টার মায়ামি থেকেই। এর সঙ্গে তার মোট প্রাপ্তির খাতায় যোগ হবে অ্যাডিডাস, অ্যাপল ও ফ্যানাটিকসের লাভের অংশও। তিন প্রতিষ্ঠান থেকে লাভের অংশ হিসেবেও যে বড় অঙ্কের টাকাই পাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক সেটি অনুমিতই। এছাড়াও চুক্তিতে আরো একটি সুবিধা-শর্ত রাখা হচ্ছে মেসির জন্য।