(বগুড়া গাবতলী) প্রতিনিধি, আমিনুল আকন্দ : বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ ১০ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় থানায় ১৬ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬জুন সকাল ১০ টায় উপজেলার বাওইটোনা গ্রামে। মামলাসূত্রে জানা গেছে, গত ১৬ জুন সকালে উল্লেখিত বাওইটোনা গ্রামের মৃত নছিম উদ্দীনের ছেলে ছাদেক আলী প্রাং এর বসতবাড়ীতে প্রতিপক্ষ গোফফার সহ ১৫/২০ জন ব্যক্তি পুর্ব পরিকল্পিত মোতাবেক লাঠি সোটা, লোহার রড, রামদা, হাসুয়া, বটি, শাবলসহ বিভিন্ন ধারালো দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর আতর্কিত হামলা চালিয়ে মারপিট করে এবং নগদ ৩লাখ টাকা লুট করে নিয়ে যায়। এতে রবিউল ইসলাম, রুবেল হোসেন, শাহাদৎ হোসেন, গিয়াস উদ্দীন, লাইলী বেগম রহিমা বেগম, ঝর্না বেগমসহ ১০ জনকে গুরুতর আহত হন। আহতদেরকে প্রথমে গাবতলী সরকারি হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্তানান্তর করা হয়। এছাড়া ছাদেক আলীর ভাবী লাইলী বেগমকে বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটানো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ছাদেক আলী প্রাং বাদী হয়ে ১৮ জুন গাবতলী মডেল থানায় গোফফারকে প্রধান আসামী করে, বকুল, সকুল, ছলেমান, সাব্বির, মেহেদী, সম্রাট, রাশেদুল, আবেদা, ছমিতন, মর্জিনা, সুরত বানুসহ ১২ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি, মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার এস আই জিয়াউর রহমান জানান, মামলাটির তদন্তকাজ চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।