মহাস্থান নিউজ:
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। সেটাও আবার নিজেদের পিছিয়ে থাকা ফরম্যাট টি-টোয়েন্টি ক্রিকেটে। এটি কল্পনা বা স্বপ্ন নয়, ধ্রুব সত্যে পরিণত হয়েছে প্রথম ম্যাচ জয়ে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে জেতার পর আজ রোববার (১২ মার্চ) সিরিজ জয়ের লক্ষ্যে নামবে সাকিব আল হাসানের দল। টি-টোয়েন্টিতে শুধু প্রথম জয়ই নয়, এবার বাংলাদেশের সামনে প্রথম সিরিজ জয়ের হাতছানিও দিচ্ছে। ঢাকায় কি সেই অপূর্ণতার পূর্ণতা পাবে? ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকেও সিরিজে পরাজিত করার রেকর্ড রয়েছে বাংলাদেশের। এবার ইংলিশ বধ করার দারুণ হাতছানি সাকিবের দলের সামনে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি, ইংল্যান্ড এই দুই ফরম্যাটেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। ওয়ানডে এবং টেস্টে ইংলিশদের বিপক্ষে এর আগে জয়ের রেকর্ড থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে রানির দেশকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে সেই ইতিহাস গড়া মাহেন্দ্রক্ষণ ধরা দিলো চট্টগ্রামে, ৯ মার্চ। বাঘের থাবায় ক্ষত-বিক্ষত হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
আজ বিকেল ৩টায় মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ার মাহেন্দ্রক্ষণ তৈরি হতে পারে। চট্টগ্রামে যে আত্মবিশ্বাসের সন্ধান সাকিব আল হাসানরা পেয়েছে, সেটাকে যদি মিরপুরে বয়ে নিয়ে আসতে পারে টাইগাররা, তাহলেই রচিত হবে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের সেই বিরল ইতিহাস।