মহাস্থান নিউজ:
পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিদায় দেয়ার সিদ্ধান্তটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের নেয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে একটি। যার সুবাদে ক্লাবের অনেক কিছুই পরিবর্তিত হয়ে গেছে। নিউক্যাসলকে হারিয়ে কারাবাও কাপের শিরোপা জয়ের মাধ্যমে ডাচ এই কোচ ইউনাইটেডের দীর্ঘদিনের শিরোপা খরার দূর করতে পেরেছেন। এই মৌসুমে এখনো ইউনাইটেডের হাতে রয়েছে আরো তিনটি টুর্নামেন্ট। ইউনাইটেডে শৃঙ্খলার কোন ঘাটতি ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান কোচ বলেন, ‘হ্যাঁ ছিল। আমি কোন মিথ্যাচার করতে চাই না। শুধু মাঠে নয়, শীর্ষ খেলোয়াড়রা কাঠামো পছন্দ করে। সুতরাং আপনার একটি নিয়ম থাকতে হবে। দলে যখন নিয়মগুলোকে গুরুত্বের সঙ্গে নেয়া হয়না, শৃঙ্খলা থাকেনা, তখন স্বাভাবিক ভাবে বিশৃঙ্খলা তৈরি হয়। এখানেও তেমনটাই ছিল। কারণ পিচে কি ঘটছে তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।’ পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে নিয়মিতভাবেই বেঞ্চে বসিয়ে রাখতে দেখা যায় টেন হাগকে। ফলে পিয়ার্স মর্গানকে টক টিভিতে দেয়া সাক্ষাৎকারে প্রকাশ্যে কোচের সমালোচনা করেন রোনালদো। লিভারপুলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হওয়া টেন হাগ বলেন, ‘তার বিপক্ষে (রোনালদো) সিদ্ধান্ত নেয়ার কারণ ছিল। এটিও জানতাম যে নেতিবাচক ফল আসলে এর জন্য পরিণতি ভোগ করতে হবে। তবে সেটি নিয়ে আমি মোটেও চিন্তিত ছিলাম না। ওই রাতে আমার বেশ ভালো ঘুমও হয়েছে। ক্লাবকে এগিয়ে নিতে আমাকে এমন সিদ্ধান্ত নিতে হতো। জানতাম ওই সিদ্ধান্তের কারণে আমাকে অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’