বিপিএলের চলতি আসরে তিন ম্যাচ খেলে তিনটিতেই হারের মুখ দেখেছে খুলনা টাইগার্স। নিজেদের প্রথম জয়ের খোঁজে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছিলো খুলনা। আগে ব্যাটিংয়ে নেমে খুলনার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি রংপুর। নির্ধারিত ২০ ওভারে রাইডার্স ব্যাটাররা অলআউট হয়েছে ১২৯ রানেই।