যে কারণে তৃণমূলে দল জনসমর্থন হারায়! যখন আপনার জনপ্রিয়তা, অর্থবিত্ত, রাজনৈতিক শক্তি, কর্মীবাহিনী, আত্মীয়-স্বজন এবং আঞ্চলিক সমর্থন সাথে থাকবে; আপনার ইমেজে দলের বাহিরেরও বিপুল ভোট চলে আসবে- তখন আপনাকে মূল্যায়ন করা হবে না। দীর্ঘ সময় রাজনীতির মাঠে থেকে জীবন-যৌবন সব শেষ করেছেন, আর্থিকভাবে নিঃস্ব হয়েছেন; জীবন সায়াহ্নে এসে আসুখ-বিসুখে জর্জরিত; সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত করেছেন; আপনার জন্য অপেক্ষা করতে করতে হতাশ হয়ে সবাই দূরে সরে গিয়েছে; কর্মী সমর্থকরা লাইমলাইটে থাকা অন্য নেতার দিকে ঝুঁকে পড়েছে, আপনি হয়েছেন দলের বোঝা- তখন আপনার মূল্যায়ন হলেও হতে পারে। কিন্তু জনমত ও নির্বাচনী রাজনীতিতে আপনি অচল; এ সময়ে আপনার দ্বারা দলের রিজার্ভ ভোট ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। দলীয় প্রার্থী মনোনয়নে ভেবে দেখার সময় হয়েছে। Naznin Alam কার্যনির্বাহী সদস্য ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।