আমরা জামাতে ইসলাম হয়েছি, B.N.P হয়েছি, আওয়ামী লীগ হয়েছি। কিন্তুু মানুষ হয়নি…!! আমরা ইউরোপ/আমেরিকার মত রাষ্ট্র চাই, কিন্তু ইউরোপ-আমেরিকার মতো মানুষ হতে চাই না। এই পর্যন্ত ইউরোপ আমেরিকাতে যত লোক গিয়েছেন, তারা সেখানেই সিটিজেনশিপ নিয়েছেন, কেউ বাংলাদেশে আসতে চায়না, কিন্তু কেন ?? এই কেন’র উত্তর টা না হয় একটু পরে দিলাম, আমার দেশের নেতা-নেত্রী আমলা-ধনী যারা আছেন, তারা শুরু থেকেই তাদের ছেলেমেয়েদেরকে বিদেশে লেখাপড়া করান, কিন্তু কেন?? দেশের ক্ষমতা তো তাদের হাতে, তার পরেও তারা তাদের ছেলে মেয়েদেরকে এদেশে নিরাপদ মনে করেন না। বাংলাদেশের রাজনীতি, গাড়ি-বাড়ি যশ-খ্যাতি টাকা পয়সা সবকিছু আছে, তার পরেও ইউরোপ/আমেরিকা মালয়েশিয়া’তে বাড়ি করছেন। কিন্তু কেন?? তাহা হলে যাদের হাতে ক্ষমতা, লক্ষ-কোটি টাকার মালিক, তারা ও কি এ দেশে নিরাপদ নয়। তারা নিরাপদ, কিন্তু তাদের মন মানসিকতা নিরাপদ নয়। ইউরোপ/আমেরিকার লোকেরা মানুষকে মানুষ হিসাবে মুল্যায়ন করে, আর আমার দেশের লোকেরা মানুষকে শিয়াল কুকুরের মত বিবেচনা করে। তারা ইউরোপ আমেরিকায় বাড়ি ঘর করে থাকতে চায়,কিন্তু নিজের দেশটাকে ইউরোপ আমেরিকা বানাতে চায় না। যাঁরা ইউরোপ/আমেরিকার জনগণের সাথে সিটিজেনসিপ নিয়ে থাকতে ভালোবাসেন,তারা একবারও নিজের দেশের জনগনকে ইউরোপ/আমেরিকার জনগণের মত গড়ে তুলতে চাননি.….!! সমাজের নিচ তলা থেকে রাষ্ট্রের উপর তলা পর্যন্ত সবাই মন-মানসিকতা বদলান, দেখবেন আমরা হবো একদিন বিশ্বের সবচেয়ে সভ্য জাতি…!!