বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে শেষ দুই বছর ধরে ভাগ্য যেন তার সহায় হচ্ছে না। সদ্য ইনজুরি থেকে উঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন তিনি। তবে আবারও ছিটকে গেলেন । পাকিস্তানের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন প্রতিভাবান এই ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ২৬ রান করেন। তবে এরপর দশম ওভারে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে আর মাঠে নামতে পারেননি তিনি। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করে ব্ল্যাক ক্যাপস বোর্ড জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে না চাওয়ায় তাকে আর মাঠে নামায়নি কিউইরা।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের বরাত দিয়ে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর উইলিয়ামসনকে দেখা যাবে না। পাঁচ ম্যাচের সিরিজের শেষ তিনটি ম্যাচ যথাক্রমে ১৭,১৯ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিউই কোচের লক্ষ্য সেই টেস্টে উইলিয়ামসনকে পাওয়া।
মূলত টেস্টের আগে বাড়তি ঝুঁকি না নিতেই উইলিয়ামসনকে আর না খেলানোর চিন্তা নিউজিল্যান্ড কোচের, ‘টেস্ট ম্যাচের খুব বেশি দেরি নেই। যেটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের চেষ্টা থাকবে তাকে যেন টেস্টে ঠিকঠাকভাবে পাই।’
উইলিয়ামসনের বদলি হিসেবে এরই মধ্যে দলে এসেছেন উইল ইয়াং।
কেইন উইলিয়ামসন গত মৌসুমের আইপিএলের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন। লম্বা সময় ইনজুরির পর বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন তিনি। তবে বিশ্বকাপেও ইনজুরি ভুগিয়েছে তাকে।