গতকাল পৃথিবীর মায়া ত্যাগ পরপারে পাড়ি জমিয়েছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের অনন্য কৃর্তিও রয়েছে ‘কাইজার’ নামে পরিচিত জার্মান কিংবদন্তির। ফুটবল মাঠে তৈরি করেছিলেন ‘লিবেরো’ বা ফ্রি রোল স্টাইল। যা পরে অনুসরণ করেছে অগণিত তারকা ফুটবলাররা। লিওনেল মেসিও বেকেনবাওয়ারের ‘লিবেরো’ স্টাইলে খেলে কিংবদন্তি হয়েছেন।
জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ারের মৃত্যুতে শোকাহত গোটা ফুটবল দুনিয়া। আর সকলের মতো শোক স্পর্শ করেছে আর্জেন্টাইন মহাতারকাকেও। অন্যতম সেরা এই তারকা ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেসি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেকেনবাওয়ারের একটি ছবি পোস্ট করে অষ্টম ব্যালন ডি’অর জয়ী লিখেছেন ‘শান্তিতে ঘুমাও।’
১৯৭৪ সালে পশ্চিম জার্মানির অধিনায়ক এবং ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন বেকেনবাওয়ার। মোট ১০৪টি ম্যাচে জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করেন এই কিংবদন্তি। বায়ার্ন মিউনিখের হয়ে সত্তরে দশকে টানা তিনবার ইউরোপিয়ান কাপ জয়ের নজির রয়েছে সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারের। জার্মানির ফুটবলে অবিচ্ছেদ্য অংশ হওয়া বেকেনবাওয়ারকে ভালোবেসে উপাধি দেওয়া হয়েছে ‘কাইজার’ বা সম্রাট।