ঢাকার নবাবগঞ্জে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বাড়িতে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আবু আশফাক বলেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত দেড়টার সময় কয়েকটি গাড়িতে পুলিশ এসে বাড়ি ঘেরাও করে। পরে বাড়ির লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হলে বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পুলিশ।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা নবাবগঞ্জ বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছিল। ওই সময় একই স্থানে ওই এলাকার আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান নৌকার পক্ষে গণসংযোগ করছিলেন। তখন সেখান থেকেই নৌকার প্রার্থী এসপিকে আজ রাতের মধ্যেই আমাকে আটকের নির্দেশ দেন। তার নির্দেশেই আমার বাড়িতে পুলিশ গুলি করে।
লিফলেট বিতরণকালে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গুলিবর্ষণের অভিযোগ অস্বীকার করে নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ বলেছেন, আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি ও অভিযান পরিচালনা করেছি। কোনটি বিএনপি নেতা খন্দকার আবু আশফাকের বাসা সেটা আমাদের জানা নেই। তল্লাশি অভিযানের সময় কোথাও গুলি ছোড়া হয়নি বলেও তিনি জানান।