অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা।
বিএনপির ডাকে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মৌচাক মার্কেট, আনারকলি সুপার মার্কেট, মালিবাগ আয়েশা শপিং কমপ্লেক্স এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণকালে ছাত্রদলের সাবেক নেতারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সাজানো নাটক অভিহিত করে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, শোয়েব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রানা, সাবেক সহসাধারণ সম্পাদক মাহবুব হোসেন সিকদার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, কোয়েল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, সাবেক সদস্য নাজমুল রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি এবাদুল হক পারভেজ, দর্শন বিভাগের সাবেক সভাপতি আমিনুল হক খন্দকার কাকন, যুবদল কর্মী মানিকসহ নেতৃবৃন্দ।