দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে সারাদেশে এগারো দফা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এসব কর্মসূচির সমর্থনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বগুড়ার সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে ফণির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ঘোষিত তফসিলকে একতরফা দাবি করে তা বাতিলের পক্ষে স্লোগান দেন এবং একতরফা নির্বাচনের আয়োজনকে প্রহসন ও গণতন্ত্রকে হত্যার নীলনকশা বলে অভিহিত করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বর্তমান সরকার আবার পরিকল্পিতভাবে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়। আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে এবং রাজপথে নেমে এসেছে। এখনও সময় রয়েছে প্রহসনের তফসিল বাতিল করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিন। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অতীতের মতোই মাঠে আছি। আগামীতে যেকোনো কঠোর আন্দোলন রাজপথে থেকে সর্বাত্মকভাবে সফল করা হবে।
মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটন, জেলা স্বেচ্ছাবেসক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা যুবদল নেতা হারুনুর রশিদ সুজন, আদিল শাহরিয়ার গোর্কিসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।।