কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মো. রনি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে কুমিল্লার সদর দক্ষিণ থানার বল্লভপুরের শামবকসি গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ধর্মপুর মোড়ের হাজিগ্রাম রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. রনিকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক মো. রনির বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি করে ডাকাতির প্রস্তুতি মামলা ও অপহরণ মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানান, থানা পুলিশের অভিযানে ঘোলপাশার ধর্মপুর এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে মাদক ও প্রতারণার মামলাসহ ৪টি মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।