দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও এমকেডিলসহ রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত বুধবার দিবাগত রাতে দিনাজপুর শহরের পাক-পাহাড়পুরে এ অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবা ও ৬ বোতল এমকেডিলসহ ওই মাদক কারবারিবে আটক করে ডিএনসি জেলা কার্যালয়ের একটি দল।
আটক রফিকুল ইসলাম দিনাজপুর শহরের পাক-পাহাড়পুর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে।
ডিএনসি জানায়, আটক মাদক কারবারি দীর্ঘদিন ধরে স্থানীয় যুবসমাজের মাঝে মাদক সরবরাহ করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে সেই মাদক কারবারির নিজ বাড়ির আলমারিতে কৌশলে লুকিয়ে রাখা এসব মাদকদ্রব্য উদ্ধার হয়। এসময় আটক হয় মাদক কারবারি রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে দিনাজপুরকে রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছে ডিএনসি। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।