নুসরাত ইমরোজ তিশা অভিনেত্রী হিসেবেই সর্বাধিক পরিচিত। সেই তিশা হঠাৎ আবির্ভূত হলেন গায়িকা হিসেবে। তাও শখের বশে কোনও কাভার সং নয়, একেবারে আনুষ্ঠানিকভাবে মৌলিক গান। যেটার শিরোনাম ‘অটোবায়োগ্রাফি’। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এটি প্রকাশ হয়েছে অন্তর্জালের নানা শাখায়। এই ফিল্মে প্রথমবারের মত অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা সারয়ার ফারুকী।
সম্প্রতি মুক্তি পাওয়া তিশার নতুন ছবি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র জন্যই বানানো হয়েছে গানটি। যদিও এটি মূল সিনেমায় নেই। তাই আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর-সংগীত করেছেন পাভেল অরিন। কণ্ঠের পাশাপাশি এর দৃশ্যায়নেও দেখা মিলেছে তিশাকে।