নির্মাতা অনিরুদ্ধ ও অভিনেত্রী জয়া। ছবি : সংগৃহীত
নতুন খবর দিলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। আবারও ভারতীয় নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর চলচ্চিত্রে কাজ করতে চলেছেন তিনি। ওই পরিচালকের নতুন বাংলা সিনেমায় অভিনয় করবেন জয়া। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতাই। অনিরুদ্ধ রায় চৌধুরীর নির্মিত ‘কড়ক সিং’ ছবিতেও অভিনয় করেছেন জয়া।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসানকে নিয়ে নতুন পরিকল্পনার কথা শেয়ার করে নির্মাতা অনিরুদ্ধ জানান, তার আগামী দুটি সিনেমাই হতে চলেছে বাংলা ভাষায়। এর মধ্যে প্রথমেই কাজ শুরু করবেন ‘ডিয়ার মা’ নামের একটি প্রজেক্টের। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চেই সেটির কাজ শুরু হবে। সেটির চিত্রনাট্য লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য। নির্মাতার ইচ্ছা— ভারতীয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি এবং বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে ছবিটা করার। তাদের সঙ্গে কথাও হয়েছে; তবে এখনো চূড়ান্ত হয়নি।
অন্যদিকে ‘ডিয়ার মা’ সিনেমায় কাজ করবেন কিনা- এ বিষয়ে আপাতত নীরব আছেন জয়া আহসান। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে সিনেমায় শাশ্বত ও জয়াকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। ‘ডিয়ার মা’ ছবির পর অনিরুদ্ধ নির্মাণ করবেন ‘কাফে কিনারা’।