বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় আটটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এসব তথ্য জানান।
নবম দফায় গত রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে দুটি, গাজীপুরে দুটি এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরে একটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে চারটি বাস, দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসময় আগুন নির্বাপনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪ ইউনিটের ৮০ জন সদস্য কাজ করেছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।