গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় ঢাকার রমনা ও পল্টন থানায় এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এসব মামলা করা হয়।
প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলাসহ আট মামলায় বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরীকে আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় ঢাকার রমনা ও পল্টন থানায় এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এসব মামলা করা হয়।
একই সঙ্গে আগামী ১১ জানুয়ারির মধ্যে নিপুণ রায় চৌধুরীকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলায় জামিন চেয়ে নিপুণ রায় চৌধুরীর করা আটটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে আজ সোমবার আসামি বিএনপি নেতা জামিনের জন্য বেঞ্চে হাজির হন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্ট নিপুনকে একজন নিয়মিত আইন পেশাজীবী এবং একজন নারী বলে জামিন দিয়েছেন।
জামিন আবেদনের শুনানিকালে নিপুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী ও আইনজীবী দেবাশীষ রায় চৌধুরী।