জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের ও মোহাম্মদ আলী আরাফাত। পুরোনো ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ও জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদেরসহ ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন দুজন।
সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।
বৈধ অন্যান্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ, বিকল্পধারা বাংলাদেশের মো. আইনুল হক, স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, জাতীয় পার্টির সালমা ইসলাম, তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার, ন্যাশনাল পিপলস পার্টির মো. গোলাম ফারুক মজনু ও বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহ আলম।
অপরদিকে আসন্ন এই নির্বাচনে ঢাকা-১৭ আসনের দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মাসুদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মো. আখলাকুর রহমান। প্রস্তাবকারীর স্বাক্ষর না থাকাসহ অসম্পূর্ণ তথ্যের কারণে মনোনয়ন বাতিল করা হয়।
গত ১ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সবশেষে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।