বগুড়া সদরের হাজরাদিঘীতে পিতার কাছ থেকে কৌশলে বাড়ি কিনে অন্যত্র বিক্রি, জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা
———————————————–
বগুড়াঃ বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী বলিয়া পাড়ার আশরাফ আলী প্রামানিকের ক্রয়কৃত ৪ শতক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে জনৈক আঃ মোমিন নামে এক ব্যক্তি। এ ঘটনায় সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে আশরাফ আলী প্রামানিক বিজ্ঞ আদালত ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।ঘটনার বিবরণে জানা গেছে, বগুড়া সদর থানাধীন হাজরাদিঘী মৌজার সি এস খতিয়ান নং ৫৮, এ আর আর খতিয়ান নং ৬১, আরএস নং ৪৭, সাবেক দাগ নং ৩৪৫৯ হালে ২২ ৪১, পরিমান চার শতক জমি ইং ২০০৬ সালে আনজুয়ারা বিবির নিকট থেকে আশরাফ আলী কবলা ক্রয় করেন। পরবর্তীতে তিনি উক্ত চার শতক জায়গার উপর তিন তলা বিশিষ্ট বসতবাড়ী নির্মাণ করে স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীতে বাদী আশরাফ আলীর পুত্র শিপলু মিয়া এনজিও হইতে ঋণ গ্রহণ করার কথা বলে কৌশলে পিতা আশরাফ আলীর নিকট থেকে ২০১৮ সালে হেবার ঘোষণা দলিল করে নেয়।
যাহার নং ৩১১০। ঘটনাটি জানার পর আশরাফ আলী উক্ত ভুয়া ও যোগ সাজসী হেবার ঘোষণা দলিলটি তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষনা দাবী করে জেলা বগুড়ার প্রথম যুগ্ম জেলা আদালতে মোকদ্দমা দায়ের করেন। যাহার নম্বর ১৫৮ /২০১৮ অন্য। উক্ত মামলা চলমান থাকা অবস্থায় শিপলু মিয়া জনৈক মোমিন নামে এক ব্যক্তির নিকট চারশতক জায়গা বিক্রয় করে। এরপর হইতে উক্ত মোমিন বাদী আশরাফ আলী প্রামাণিকের বসতবাড়ী জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে আব্দুল মোমিন জানায়, আমি উপযুক্ত মূল্য দিয়ে আশরাফ আলীর ছেলে শিপলু মিয়ার নিকট থেকে বৈধভাবে চার শতক জায়গা ক্রয় করে নিয়েছি। দলিল মোতাবেক আমি এখন উক্ত জায়গার বৈধ মালিক।