সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ভোর থেকে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিও পালন করবে তারা। এসব কর্মসূচির সমর্থনে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় বগুড়ার সাবগ্রাম ফনির মোড় এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল করে দলটির নেতার্কীরা। এসময় নেতাকর্মীরা ঘোষিত তফসিলকে একতরফা দাবি করে তা বাতিলের পক্ষে স্লোগান দেন। মিছিলকারীরা একতরফা নির্বাচনের আয়োজনকে প্রহসন ও গণতন্ত্রকে হত্যার নীলনকশা বলে অভিহিত করেন।
এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম। এরপর সেখানে সমাবেশ করেন তারা।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসার, শহর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটন, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, বিএনপি নেতা জহুরুল ইসলাম ডালু, আবু সালেহ নয়ন, আলী হায়দার তোতা, শামিম রেজা শামিম, কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, সহিদুল আলম সঞ্জু, ময়নুল হক উজ্জল, একে আজাদ, আইনুল হক, শহিদুল ইসলাম শহিদ, কোরবান আলী বাপ্পি, আব্দুল খালেক,আব্দুল বাসেদ, কাউন্সিলর মেহেদী হাসান হিমু, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জাহিদুল ইসলাম, মিলন আখন্দ, শরিফুল ইসলাম শামিম,,আয়নাল হক মানিক, আনোয়ার হোসেন সান্টু, আ: করিম মিস্টার, মানিক সরকার, এনামুল হক, জাহিদূর সরকার, আ. গোফফার, খোরশেদ আলম, মাফুজার রহমান, যুবনেতা হারুনর রশীদ সুজন, আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র রায় প্রমুখ নেতৃবৃন্দ।
অপর দিকে সকাল ৯টায় ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী-লিচুতলায় দ্বিতীয় বাইপাস সড়কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাহিন, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী, মাহবুবুর রহমান লুলকা, সায়েদুল ইসলাম সায়েদ, বিএনপি নেতা আ: কুদ্দুস চান, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, ফারুক হোসনে ফারুক, শফিকুল ইসলাম শফিক,আবদুল জলিল, শহিদুল ইসলাম, রাজু বাহার, আরিফুর রহমান দিপন, ফয়সাল হোসেন লাবন, মো. খলিল, হোসাইনুল করিম, জেলা যুবদলের নেতা লাবু, শহর যুবদল আহবায়ক আহসান হাবীব মমি, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু,শহর স্বেচ্ছাসেবক দল আহবায়ক হোসেন আলী, যুবনেতা সৌরভ হাসান প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকার পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে। এই ফ্যাসিস্ট সরকার ২০১৪ সালে দেশের জনগণকে ভোট দিতে দেয়নি, ২০১৮ সালের প্রহসনের নির্বাচনেও আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। এরই ধারাবাহিকতায় এবারও তারা নীল-নকশার তফসিল ঘোষণা করে মূলত বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। তবে বিএনপির নেতাকর্মীরা এবার তাদের বিনাভোটে ক্ষমতা দখলের দিবাস্বপ্ন পূরণ হতে দেবে না। স্বৈরাচারী সরকারের সকল ষড়যন্ত্র মোকাবিলায় দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।।