মহাস্থান নিউজ:
শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সকলকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
শনিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির উদ্যোগে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি আরও বলেন, জাতির পিতা আমাদের দিয়েছেন পবিত্র সংবিধান। তিনি সোনার বাংলা গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। ৭১ এর পরাজিত শক্তি আবারো চক্রান্ত শুরু করে। ১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকান্ডের মাধ্যমে জাতিকে গোটা বিশ্বের সামনে কলংকিত করা হয়েছিল। দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা থেমে দিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল ঘাতকরা। ৭১ এর পরাজিত শক্তির সব ষড়যন্ত্র রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।
রাগেবুল আহসান রিপু বলেন, জাতির জনকের স্বপ্ন ছিলো একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জাতি গঠনের মাধ্যমে জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা বিধান করা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা, জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলাম, বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, আলহাজ্ব নজরুল ইসলাম বাদশা, শাহিদুল ইসলাম রতন, সাইদুজ্জামান মনা, শেখ জালাল উদ্দিন, লিটন প্রামানিক, আসিফ প্রমুখ। শেষে দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ ১৫ আগষ্ট শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ জাতির কল্যাণ কামনা করা হয় দোয়া মাহফিলে। দোয়া মাহফিল শেষে খাদ্য বিতরণ করা হয়।