দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
শনিবার দুপচাঁচিয়া উপজেলায় দৈনিক করতোয়ার ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি ও দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম
ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সহ-
সভাপতি কাউন্সিলার এসএম কায়কোবাদ, দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান গাজি, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা শিক্ষার মান উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক
আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার উল আজাদ লিটন, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে মেহেরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক সাংবাদিক মতিউর রহমান দেওয়ান পলাশ।