মহাস্থান নিউজ:
ভারী বর্ষণে জয়পুরহাটে নির্মাণাধীন দুটি সেতুর পাশে বিকল্প সড়ক ভেঙে তলিয়ে গেছে। এতে কয়েকদিন ধরে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহন।
জানা গেছে, আক্কেলপুর-সান্তাহার সড়কের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় আধা কিলোমিটার দূরত্বে আট মাস আগে দুটি আরসিসি গার্ডার সেতু নিমার্ণের কাজ শুরু হয়েছে। একটি ২০ মিটার ও অপরটি ১৫ মিটার। ২০২২ সালের ১৭ ডিসেম্বর সেতুর কাজ শুরু হয়ে চলতি বছরের ১৬ ডিসেম্বর শেষ হওয়ার কথা।
পুরাতন সেতু দুটি ভাঙার আগেই সেখানে বিকল্প সড়ক নির্মাণ করা হয়। গত রবিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ভারী বর্ষণ হয়। এতে সেতুর পূর্বপাশের ফসলি মাঠটি পানিতে ডুবে যায়। মাঠের পানির চাপে সেতু দুটির বিকল্প সড়ক ভেঙে পানিতে তলিয়ে গেছে। এরপর থেকে ওই সড়ক দিয়ে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা বলছেন, নির্মাণাধীন সেতু দুটির বিকল্প সড়ক নীচু করে নির্মাণ করা হয়েছে। এ কারণে পানির চাপে ভেঙে তলিয়ে গেছে। একাধিক রিং পাইপ দিয়ে বিকল্প সড়ক উঁচু করে নির্মিত হলে ভেঙে তলিয়ে যেত না। তাই এবার একাধিক রিং পাইপ দিয়ে উঁচু করে বিকল্প সড়ক নির্মাণের দাবি তাদের।
সিএনজিচালক শফিকুল ইসলাম বলেন, আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি এলাকায় দুটি সেতুর বিকল্প সড়ক ভেঙে যাওয়ায় সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। পাঁচ কিলোমিটার ঘুরে সিএনজি চলাচল করছে। দ্রুত বিকল্প সড়ক নির্মাণের দাবি জানান তিনি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, শিডিউল অনুযায়ী বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছিল। টানা ভারী বর্ষণে মাঠ পানিতে ভরে গেছে। বিকল্প সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। একপর্যায়ে পানির চাপে বিকল্প সড়ক ভেঙে তলিয়ে গেছে। এখনো পানির স্রোত যাচ্ছে। পানির স্রোত কমলে আবার বিকল্প সড়ক নির্মাণ করা হবে। তাছাড়া চলাচলে বিকল্প ব্যবস্থা করার জন্য ইঞ্জিনিয়াররা ভাবছেন। তারা নিয়মিত এখানে আসছেন।
আক্কেলপুর উপজেলা প্রকৌশলী রকিব হাসান বলেন, ওই সড়কের দুটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের কাজ চলছে। দুটি সেতুর পাশে বিকল্প সড়কের পানি জমে ছিল। পানির স্রোতে বিকল্প সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে।