মহাস্থান নিউজ:
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রচারণা অনুষ্ঠানের সময় তিনি হত্যার শিকার হন।
ইকুয়েডরে ক্রমবর্ধমান মাদক সম্পর্কিত সহিংসতা ভোটারদের জন্য একটি প্রধান উদ্বেগের কারণ। ভিলাভিসেনসিও দুর্নীতি এবং সংগঠিত অপরাধের একজন সোচ্চার সমালোচক ছিলেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বুধবার উত্তর কুইটোতে একটি প্রচারণা অনুষ্ঠানের সময় বন্দুক হামলায় নিহত হন ভিলাভিসেনসিও। এ সময় এক সন্দেহভাজন পুলিশের গুলিতে আহত হয় ও পরে তার মৃত্যু হয়। হামলার ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সময় আইনসভার প্রার্থী ও দুই পুলিশ কর্মকর্তাসহ ৯ জন আহত হয়েছেন।
এদিকে,ভিলাভিসেনসিও হত্যাকাণ্ডের পর বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো ৬০ দিনের জন্য দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন।
বৃহস্পতিবার ইউটিউবে সম্প্রচারিত এক ভাষণে ল্যাসো বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা, দেশের শান্তি এবং ২০ আগস্টের অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের গ্যারান্টি দিতে এই মুহুর্তে সশস্ত্র বাহিনী সারাদেশে মোতায়েন করা হয়েছে।’