দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া উপজেলা বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয়ে কলেজ শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের হলরুমে উদ্বোধনী সভা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, সাবেক ব্যাংকার আজিজুল হক। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়টির কলেজ শাখার উদ্বোধন করেন।