মহাস্থান নিউজ:
পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ (চাটমোহর)-এর আওতাধীন উপজেলাগুলোতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি থামছে না। প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা।
সমিতির অফিস তথ্য মতে, গত এক মাসে ২৫টির অধিক ট্রান্সফরমার চুরি হয়েছে। সর্বশেষ শুক্রবার (৪ আগস্ট) রাতে চাটমোহর উপজেলার আগশোয়াইল মাঠ থেকে ১০ কেভির তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
সেচযন্ত্র পরিচালনা সমিতির ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, চোর রাতের কোনো এ সময় ট্রান্সফরমার তিনটি চুরি করেছে। যার মূল্য দেড় লাখ টাকাও বেশি। এতে আমাদের ক্ষতি হয়েছে।
ট্রান্সফরমার চুরির বিষয়ে পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর কর্মকর্তারা জানান, এ ব্যাপারে গণসচেতনতা দরকার। সবাইকে সতর্ক হতে হবে।
চাটমোহর থানার ওসি মো. সেলিম রেজা জানান, যারা বিদ্যুতৎ নিয়ে কাজ করে তারাই হয়তো এ চুরির সঙ্গে জড়িত। আমরা চেষ্টা করছি ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটক করার।