দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
গতকাল শনিবার দুপচাঁচিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালনের কর্মসূচির মধ্যে ছিল এ দিন সকালে পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ছাত্রলীগ নেতা নুর ইসলাম প্রমুখ।
পরে জেলা প্রশাসক গোল্ড কাপ-২০২৩ দুপচাঁচিয়া উপজেলা চ্যাম্পিয়ান হওয়ায় পরিষদের পক্ষ থেকে খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিকে দিনটি পালন উপলক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মহাশ্মশান কালীবাড়ি চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।