মহাস্থান নিউজ:
বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সকালে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন,আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিনটি পালন করে উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা সহকারী কমিশনার ভূমি শানজিদা মুস্তারী,থানার ওসি শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী,সাধারণ সম্পাদক জাহিদুর হক আরজু।
এ সময় শেখ কামালের কর্মজীবন ওপর বক্তব্য রাখেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন,কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজ,উপজেলা প্রকৌশলী ফারুক হাসান,উপজেলা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ তারান্না বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাহাবুল ইসলাম,সরকারি কমরউদ্দিন কলেজ অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিক সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও একই সঙ্গে গাছের চারা বিতরণ করা হয়েছে।