মহাস্থান নিউজ:
দুদুকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে কারাদণ্ড দেওয়া রায়ের প্রতিবাদে বগুড়ার শেরপুরে ঝটিকা মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।
শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ শফিকুল আলম তোতা, বিএনপি নেতা মাহবুবুল আলম হিরু, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, মামুনুর রশিদ আপেল, মোস্তাফিজুর রহমান নিলু, যুবদল নেতা শাহাবুল করিম, আশরাফুদ্দৌলা মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
অপরদিকে একইদিন বিকেলে পৌর বিএনপির উদ্যোগেও অনুরুপ কর্মসূচি পালন করা হয়। দলের পৌর কমিটির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের সঞ্চালনায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, বিএনপি নেতা শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, আমিনুল ইসলাম, যুবদল নেতা আইয়ুব আলী মন্ডল, তারিকুল ইসলাম সম্রাট, আপেল মাহমুদ, ফরহাদ হোসেন প্রমূখ।
সভায় বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়া রায়কে সরকারের ফরমায়েশি রায় উল্লেখ করে বলেন, এটা একটা রাজনৈতিক সাজা। বিশেষ করে বিএনপির চলমান একদফা আন্দোলন দুর্বল করতেই হঠাৎ করে মামলাটির রায় দেওয়া হয়। কিন্তু কোনো ষড়যন্ত্রই তাদের পতন ঠেকাতে পারবে বলে দাবি করেন তারা।