মহাস্থান নিউজ:
মার্কিন মহাকাশ সংস্থা জানিয়েছে, ভুলবশত যোগাযোগ বিচ্ছিন্ন করার পরে নাসার দূরবর্তী ‘ভয়েজার-২’ পৃথিবীতে হার্টবিটের মতো সংকেত পাঠিয়েছে।
এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ভয়েজার এর প্রজেক্ট ম্যানেজার সুজান ডড বলেন, আমরা যানটির সাথে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা অব্যহত রেখেছিলাম এবং সফল হয়েছি। আমরা মহাকাশযান কাছ থেকে ‘হার্টবিট’ এর সংকেত পাই। সুতরাং আমরা এখন জানি মহাকাশযানটি জীবিত এবং কাজ করছে। এটি আমাদের আত্মাকে উজ্জীবিত করেছে।
‘আমরা এখন পৃথিবীর দিকে মহাকাশযানের অ্যান্টেনাকে ফিরিয়ে আনার জন্য একটি নতুন কমান্ড তৈরি করছি, যদিও এর কাজ করার সম্ভাবনা খুবই কম।’
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) জানিয়েছে, ভয়েজার ২-এর সঙ্গে পৃথিবীর বিজ্ঞানীদের শেষ যোগাযোগ হয় গত ২১ জুলাই। নাসার বিজ্ঞানীদের পক্ষ থেকে একটি কমান্ড পাঠানো হলে হঠাৎই নির্দিষ্ট অবস্থান থেকে ২ ডিগ্রি বেঁকে যায় এর অ্যান্টেনা। পৃথিবীর দিকে এই অ্যান্টেনার মুখ থাকে সব সময়ে। কিন্তু তার থেকে সামান্য নড়ে যাওয়ায় বিজ্ঞানীদের নাগালের বাইরে চলে যায় এটি। ভয়েজার-২ তে একটি পুনঃঅভিমুখী কৌশল ব্যবস্থা রয়েছে যেখানে যানটির আগামী ১৫ অক্টোবর স্বয়ংক্রিয়ভাবেই এর আগের অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
১৯৭৭ সালে অন্যান্য গ্রহ সম্পর্কে জানতে এটিকে মহাকাশে পাঠানো হয়। পৃথিবী থেকে ১২ দশমিক ৩ বিলিয়ন মাইলেরও দূরে অবস্থান করছে ভয়েজার-২। নিজের অবস্থান থেকে সিগন্যাল পাঠালে সেটির পৃথিবীতে এসে পৌঁছোতে সময় লাগে প্রায় ১৮ ঘণ্টা। বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে খুব কাজ থেকে প্রদক্ষিণ করছিল এই ভয়েজার-২।