মহাস্থান নিউজ:
ভারতের বেঙ্গালুরের ডাক্তাররা সম্প্রতি একজন নারীর মাথায় একটি বিশেষ অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ওই নারীর মাথায় জন্ম নিয়েছিল বেশ কিছু মার্বেলের মতো বস্তু। তার এমআরআই স্ক্যানে মার্বেল ভর্তি একটি থলের মতো বস্তু ধরা পড়ে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রসিদ্ধ শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্সের চিকিৎসকরা সম্প্রতি রেডিওলজি জার্নালে এই অস্বাভাবিক রোগের বিস্তারিত বর্ণনা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ৫২ বছর ওই নারী চিকিৎসকদের বলেন, শৈশব থেকেই তার মাথার ত্বকে প্রদাহ বাড়ছিল, কিন্তু তিনি তখন চিকিৎসকদের কাছে যাননি। তার মাথার ত্বকে প্রায় ৬ ইঞ্চি লম্বা এবং ৪ ইঞ্চি চওড়া বেলুনের মতো বস্ত ছিল।
অপারেশন করার পরে চিকিৎসকরা লক্ষ্য করেন ক্ষতটি তরল পদার্থ, চুল, ফ্যাটি অণু এবং বিভিন্ন আকারের কেরাটিন দিয়ে গঠিত বল দিয়ে পূর্ণ ছিল। কেরাটিন হল এমন একটি প্রোটিন যা চুল, নখ এবং ত্বকের বাইরের স্তরের ভিত্তি তৈরি করতে সাহায্য করে।
তবে এই ধরণের বস্তু মাথার ত্বকে বেড়ে ওঠার কারণ এখনও স্পষ্ট নয়। চিকিৎসকদের মতে, এগুলো কাছাকাছি থাকা হাড়ের ক্ষতি থেকে শুরু করে অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে।