মহাস্থান নিউজ:
সম্প্রতি একাধিকবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর পর সুইডেনের ওপর হুমকি বেড়েছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এ কথা বলেছেন।
সম্প্রতি সুইডেনে কয়েকটি মুসলিম দেশের দূতাবাসের বাইরে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিভিন্ন মুসলিম দেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে। এর ফলে সুইডেনকে কূটনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
সুইডিশ পার্লামেন্টের বাইরে সর্বশেষ কোরআন পোড়ানোর ঘটনার এক দিন পরে উলফ ক্রিস্টারসন স্টকহোমে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি এই সমস্যাটির প্রতিক্রিয়া জানাতে ‘দিনরাত’ কাজ করছেন এবং যেসব সরকার নিন্দা জানাচ্ছে তাদের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছেন। এছাড়া রাশিয়ার কাছ থেকেও তার দেশ হুমকি পাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদ এবং নানামুখী হুমকির পরেও ক্রিস্টারসন জানিয়েছেন, সুইডেনের বাক স্বাধীনতা আইন পরিবর্তন করার তার কোনো পরিকল্পনা নেই। তবে দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে কোরআন পোড়ানো বন্ধ করতে পুলিশকে সক্রিয় করতে নজর দিচ্ছে সরকার।
তিনি বলেছেন, ‘আমাদের রাজনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন, বাক স্বাধীনতাসহ মানবাধিকার সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। এটা এমন নয় যে সুইডেনের প্রতি অন্যান্য দেশের দাবির আলোকে আমরা নিজেদের খাপ খাইয়ে নিব। আমরা এমনটা করব না।’