মহাস্থান নিউজ:
জাহাজের হালের মধ্যে বসে ১৪ দিন আটলন্টিক মহাসাগরে ছিলেন নাইজেরিয়ার চার নাগরিক। তবে শখে নয়, উন্নত জীবনের আশায় ইউরোপ যাওয়ার জন্য তারা এই পথ বেছে নিয়েছিলেন। সাগরে অবস্থানের দশম দিনে তাদের সঙ্গে খাদ্য ও পানীয় ফুরিয়ে গিয়েছিল। এরপরের চার দিন তারা শুধু টিকেছিলেন সমুদ্রের পানি পান করে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শেষ পর্যন্ত এই চার জনের ইউরোপ যাওয়া হয়নি। কারণ তারা জাহাজের হালে আশ্রয় নিয়েছিলেন, সেই জাহাজটি নোঙ্গর করেছিল আটলান্টিকের অপরপ্রান্ত ব্রাজিলের ভিক্টোরিয়া বন্দরে। পাঁচ হাজার ৬০০ কিলোমিটার পাড়ি দেওয়ার পর ব্রাজিলের পুলিশ চার নাইজেরীয়কে উদ্ধার করেছে।
চার নাইজেরীয়র একজন ৩৮ বছর বয়সী থ্যাঙ্কগড ওপেমিপো ম্যাথিউ ইয়ে বলেন, ‘এটি আমার জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। জাহাজের হালে থাকাটা সহজ নয়। আমি কাঁপছিলাম, খুব ভয় পেয়েছিলাম।’
উদ্ধার হওয়া চার জনের মধ্যে দুজনকে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নাইজেরিয়ায় ফেরত পাঠানো হয়েছে। থ্যাঙ্কগড ওপেমিপো এবং ৩৫ বছর বয়সী রোমান এবিমেন ফ্রাইডে ব্রাজিলে আশ্রয়ের জন্য আবেদন করেছেন।