দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
গতকাল বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সহ বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তমজন্মবার্ষিকী পালনের প্রস্তুতিমুলক সভা পরিষদের সভাকক্ষে ইউএনও সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলি, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ শাহ্ধসঢ়;, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আখতার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুদেব কুন্ডু প্রমুখ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সহ উক্ত দিবস তিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।