স্টাফ রিপোর্টারঃ অনন্ত সেলিম
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় ময়দানহাটা ইউনিয়ন এর দাড়িদহ ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য হাজার হাজার মানুষের উপস্তিতে ইস্টিস্কার নামাজ আদায় ও দোয়া কামনা করা হয়। বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় ও দোয়া প্রার্থনার আয়োজন করলে এলাকার সকল পর্যায়ের মুসল্লীদের উপস্থিতিতে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দাড়িদহ ঈদগাঁহ মাঠে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ ও দোয়া ইমাম ছিলেন শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদুতুজ্জান। দোয়ায় সবার দোয়া কবুল করে নিয়ে বৃষ্টি দান করুন হে আল্লাহ আপনি গরমের হাত থেকে সবাইকে বাঁচান। উল্টো মোনাজাতে সবার মঙ্গল কামনা কামনাও করা হয়।