মহাস্থান নিউজ:
বগুড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ডা. এস এম আব্দুল মমিন রতন ও ডা. মোছা. মলি সরকারের বড় মেয়ে মোছা. মার্জিয়া মমো রাত্রি।
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলেন তিনি।
জিপিএ-৫ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে মার্জিয়া মমো রাত্রি বলেন, মা-বাবার দোয়া ও আমার সুদৃঢ় প্রচেষ্টার কারণে আমি জিপিএ-৫ পেয়েছি। সবাই দোয়া করবেন যেন আমার সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারি। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা দিতে চাই।
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা ডা. এস এম আব্দুল মমিন রতন ও মাতা ডা. মোছা. মলি সরকার। মেয়ের জন্য দোয়া চেয়ে ডা. এস এম আব্দুল মমিন রতন বলেন, আমার মেয়ে তার পরিশ্রমের ফলেই সফলতা অর্জন করেছে। আমাদের গাইড লাইন অনুসরণ, শিক্ষকদের দিকনির্দেশনা এবং তার অধ্যবসায়ের ফলেই সে সফলতার সাথে কৃতকার্য হয়েছে। সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে।
এসএসসিতে সাফল্য অর্জনকারী মোছা. মার্জিয়া মমো রাত্রির বাবা ডা. এস এম আব্দুল মমিন রতন ও মাতা ডা. মোছা. মলি সরকার বগুড়া শহরের কলোনী টোনাপাড়ায় বসবাস করেন। তারা উভয়ই ডাক্তারী পেশায় নিয়োজিত।