মহাস্থান নিউজ:
বগুড়া পৌর কৃষক লীগের আওতাধীন ২১টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা করা হয়েছে। রোববার শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে পৌর কৃষক লীগ এ সভার আয়োজন করে।
পৌর কৃষক লীগের আহ্বায়ক মাসুদ রানা সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হযরত আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি জাহিদ হাসান রতন, আনোয়ার পারভেজ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুষার, বন ও ভূমি বিষয়ক সম্পাদক রায়হানুর রহমান রোহান, সদস্য এ আর রিপন, অধ্যাপক শ্যামল পাইকার, বজলার রহমান বকুল, সদরের সভাপতি তাইফুর রহমান সুমনসহ প্রমুখ।