দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : সেলিম রেজা
গতকাল রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলায় জনতা ব্যাংক লিমিটেড এর নতুন শাখার উদ্বোধনী সভা মেইল বাসস্ট্যান্ড সংলগ্ন শাখা চত্বরে জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আব্দুল আলীম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক অজিত কুমার পাল, আব্দুল মজিদ পাশা, উপ-ব্যবস্থাপনা পরিচালক কামরুল আহছান,
মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক আবুল মনছুর, এএফএম মিজানুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক একেএম আরেফিন, নূরে আলম, কামরুজ্জামান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক শাহিনুর ইসলাম, শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ, স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে দ্বিজেন্দ্রনাথ বসাক
মন্টু, শামছুদ্দীন আহম্মেদ, এনামুল হক টি রানা, অধ্যক্ষ শামছুল হক আকন্দ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার জাকিয়া সুলতানা ও গ্রীন আক্তার খুশি।