স্টাফ রির্পোটার: অনন্ত সেলিম
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বানারসি গ্রামের একটি বাড়ির মেইন গেটের সামনে ফেলে যাওয়া শপিং ব্যাগে মোড়ানো জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, নবজাতক শিশুটিকে গভীর রাতে কে বা কারা রাস্তার পাশে বাড়ির মেইন গেটের সামনে ফেলে রেখে যায়।
শিশুটি প্রথমে জীবিত ও সুস্থ থাকা অবস্থায় পরর্বতীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এই বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেলেও এখন পর্যন্ত বাচ্চাটির সন্ধ্যানে কেউ এগিয়ে আসেনি।